Uncategorized

আটঘরিয়ায় দশ দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ

  মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : 24 September 2023 , 11:08:01

পাবনার আটঘরিয়ায় দশ দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ফাইনালে অংশ নেয় চারটি নৌকাবাইচ দল। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আটঘরিয়ার চান্দাই জনতা এক্সপ্রেস।

এছাড়া ফরিদপুরের নিউ শেরে বাংলা দ্বিতীয় স্থান, একই এলাকার হাদল দুরন্ত এক্সপ্রেস তৃতীয় এবং মৌদ স্বাধীন বাংলা চতুর্থ স্থান অধিকার করে। পরে অতিথিরা সব দলের হাতে পুরস্কার তুলে দেন। প্রত্যেক দলকে পুরস্কার হিসেবে দেয়া হয় গরু।

চ্যাম্পিয়ন দলকে দেড় লাখ টাকার একটি গরু, দ্বিতীয় স্থান অধিকারী দলকে এক লাখ ৪০ হাজার টাকার একটি গরু, তৃতীয় স্থান অধিকারী দলকে এক লাখ ৩০ হাজার টাকার একটি গরু এবং চতুর্থ স্থান অধিকারী দলকে এক লাখ টাকার একটি গরু পুরস্কার দেয়া হয়।

এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক দলকে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটি করে এলইডি টিভি দেয়া হয়।

প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামরুল হাসান মিন্টু, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি ও জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, ভাড়ারা ইউপির সাবেক চেয়ারম্যান আবু সাইদ খান।

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও রুচির সৌজন্যে এ বছরের প্রতিযোগিতায় পাবনা ও সিরাজগঞ্জ জেলার দশটি নৌকাবাইচ দল অংশ নেয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে প্রতিবারের মতো এবারও উপজেলার গোড়রী গ্রামের চিকনাই নদীতে গত ১১ সেপ্টেম্বর উদ্বোধন করা হয় এই নৌকাবাইচ প্রতিযোগিতা।