• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

      সবুজ আলো ডেস্ক 2 June 2024 , 12:34:58

    প্রতীকী ছবি

    পাবনার ঈশ্বরদীতে স্বামীর ছুরির আঘাতে রিনা বেগম (৩০) নামের এক নারী নিহত হয়েছেন।

    আজ রোববার (২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) মোড়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী মিলন মিয়াকে আটক করা হয়েছে। রিনা বাঘা আড়ানী ইউনিয়নে ও মিলন চাঁপাইনবাবগঞ্জ সদর বাসুনিয়াপট্টি এলাকায় বাড়ি বলে জানিয়েছে পুলিশ। নিহত রিনা একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

    পাকশী পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ইনচার্জ) রুহুল আমিন বলেন, আজ সকালে পোশাক কারখানায় যাওয়ার জন্য বাসা থেকে বের হন রিনা বেগম। পাকশী ইউনিয়নের ঠাকুরপাড়া ইপিজেড মোড়ের সামনের রিনাকে ছুরি দিয়ে আঘাত করেন স্বামী মিলন মিয়া। এতে ঘটনাস্থলে রিনার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মিলন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।

    এই পুলিশ কর্মকর্তা জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।