• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    জার্মানিতে গির্জায় বন্দুক হামলায় নিহত ৬

      নিউজ ডেস্ক 10 March 2023 , 8:21:47

    জার্মানির হামবুর্গের একটি গির্জায় বন্দুক হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। পুলিশ জানিয়েছে, বন্দুকধারীও নিহত  হয়েছে।

    স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ মার্চ) রাত ৯টার দিকে বর্সটেল আলস্টারডর্ফের একটি গির্জায় অজ্ঞাত কয়েক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

    এ ঘটনার পেছনে কী উদ্দেশ্য ছিল তা এখনও স্পষ্ট হওয়া যায়নি বলে জানিয়েছে ঘটনাস্থলে ছুটে আসা পুলিশ। গির্জায় হামলার খবর পেয়েই ছুটে আসে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া গেছে। ওই মরদেহ হামলাকারীর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

    স্থানীয় বাসিন্দাদের আপাতত ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনার পর সেখানকার বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক।

    হামলায় জড়িতদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে শলজ প্রশাসন।