Uncategorized

পাবনার চাটমোহরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

  সবুজ আলো ডেস্ক 6 October 2023 , 8:26:50

ছবি : সংগৃহীত

পাবনার চাটমোহরে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে “জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি”।

 

দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজ, ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী, ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম বকুল, ইউপি সচিব মাহাতাজুল ইসলাম, ইউপি সচিব কাজী সালমান রহমান, উদ্যোক্তা আমিরুল ইসলাম, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন প্রমূখ।

 

এসময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ইউপি সচিব, উদ্যোক্তা ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

অপরদিকে চাটমোহর পৌরসভা জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

র‌্যালী ও আলোচনা সভায় পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতে ২০২১ সালের ৯ আগস্ট মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ৬ অক্টোবরকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করে সরকার।

জানা গেছে, ১৮৭৩ সালের ২ জুলাই ব্রিটিশ সরকার অবিভক্ত বাংলায় জন্ম নিবন্ধন-সংক্রান্ত আইন জারি করে। এরপর ২০০১-০৬ সালে ইউনিসেফ-বাংলাদেশের সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে ২৮টি জেলায় ও ৪টি সিটি করপোরেশনে জন্মনিবন্ধনের কাজ নতুন করে শুরু হয়।

 

জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুসারে ২০৩০ সালের মধ্যে ৮০ ভাগ মানুষকে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন আইনে সবাইকে জন্ম ও মৃত্যুর দেড় মাসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ পালনের সিদ্ধান্ত নেয় সরকার।