• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    পাবনায় গাঁজার গাছসহ আটক ২

      নিউজ ডেস্ক 19 December 2023 , 2:14:15

    0Shares

    পাবনা সদর উপজেলার চর বলরামপুরে ৪টি গাঁজার গাছসহ ২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ ডিসেম্বর) ভোররাতে তাদের আটক করা হয়।

    পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী গণমাধ্যমে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে পাবনা সদর উপজেলার চর বলরামপুর মালিথাপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় দুই ব্যক্তির বাড়ির বসতবাড়ির আঙিনায় রোপনকৃত মোট ৪টি গাঁজার গাছ জব্দ করা হয়। জব্দকৃত ৪টি গাঁজার গাছের ওজন প্রায় ৪৫ কেজি। এ সময় ২রজনকে আটক করা হয়।

    আটককৃতরা হলেন, চর বলরামপুর মালিথাপাড়া গ্রামের হাসেম মালিথা (৫০) ও শামসুল মালিথা (৪০)। এ ঘটনায় মামলা দায়েরের পর সোমবার বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।