• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    পাবনা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

      সবুজ আলো ডেস্ক 18 November 2023 , 10:18:46

    পাবনা মেডিকেল কলেজের (পিএমসি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

    আজ শনিবার (১৮ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন প্রান্ত ঘুরে আবারও প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।

    পরে সেখানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কলেজের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এরপর কলেজের মিলনায়তনে কেক কাটা হয়। এ সব কর্মসূচিতে নেতৃত্ব দেন অধ্যক্ষ ডা. ওবায়দুল্লাহ ইবনে আলী।

    সব কর্মসূচিতে সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। শিক্ষক ও শিক্ষার্থীরা রঙ খেলায় মেতে ওঠেন।

    পাবনা জেলা শহরতলীর হেমায়েতপুরে পাবনা মানসিক হাসপাতালে পাশে পাবনা মেডিকেল কলেজ অবস্থিত। ২০০৮ সালের ১৮ নভেম্বরের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের মাধ্যমে কলেজটির যাত্রা শুরু হয়। এরপর থেকে ১৮ নভেম্বর পিএমসি ডে তথা কলেজটির প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে পালিত হয়।