• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    বড়াইগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় আহত গৃহবধূর মৃত্যু

      সবুজ আলো ডেস্ক 19 March 2024 , 9:46:01

    প্রতীকী ছবি

    নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সখিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

    গতকাল সোমবার (১৮ মার্চ) দিবাগত রাত ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত সখিনা বেগম উপজেলার বনপাড়া পৌরশহরের শাহাপাড়া গ্রামের কছের আলীর স্ত্রী।

    জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে বাড়ির পাশে অবস্থিত বনপাড়া-মালিপাড়া সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন সখিনা বেগম।

    পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয় ।