• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    মারা গেলেন অভিনেতা আহমেদ রুবেল

      সবুজ আলো ডেস্ক 7 February 2024 , 7:55:43

    0Shares

    বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল (৫৫) মারা গেছেন। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক। আজই আহমেদ রুবেল অভিনীত ‘পেয়ার সুবাস’ সিনেমা প্রিমিয়ারে অংশে নিতে আসছিলেন তিনি।

    নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’ এর বিশেষ প্রদর্শনী ছিল আজ। আর সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আহমেদ রুবেল।

    আহমেদ রুবেলের মূল নাম- আহমেদ রাজিব রুবেল।  ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকাঢ। বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।