Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
মার্কিন নিষেধাজ্ঞায় রাশিয়ার ১১ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান
নিউজ ডেস্ক
25 August 2023 , 2:28:29
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এবার রাশিয়ার ২ প্রতিষ্ঠান ও ১১ ব্যক্তির ওপর নতুনভাবে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রুশ অভিযান চলাকালে শিশুদের অপহরণ, ও জোরপূর্বক বাস্তচ্যুত করার অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা দেয়। শুক্রবার (২৫ আগস্ট) সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গর্ভনরের এক উপদেষ্টা, কালুগা ও রোস্তভ অঞ্চলের চিল্ডেন রাইটসের কমিশনার ও চেচেন রিপাবলিকের সরকারব্যবস্থার চেয়ারম্যান রয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যেসব ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় আর্টেক নামে শিশুদের একটি পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা। ওই কর্মকর্তারা শিশুদের দেশপ্রেম ও পুনঃশিক্ষা কার্যক্রমের নামে সেখানে আটকে রেখেছেন। এমনকি শিশুদের নিজ দেশে ফিরতেও তারা বাধা দিচ্ছেন।
এর আগে, গত মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রুশ চিল্ডেন কমিশনার মারিয়া লভোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত। তাদের বিরুদ্ধে ইউক্রেন আগ্রাসনে শিশুদের বিপরীতে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে।