সবুজ আলো ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:২৮:৫৮
‘মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ বাংলাদেশ’-এর পাবনার চাটমোহর উপজেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সভা আজ শনিবার (২৫ জানুয়ারি) সকালে দোলং মহল্লায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের চাটমোহর আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাড. এস. এম. আব্দুর রউফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংগঠনিক আলোচনায় অংশ নেন, বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা শাখার সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) পাবনা জেলা শাখার সভাপতি ডা. মো. গোলজার হোসেন, বড়াল রক্ষা আন্দোলন-এর সদস্য সচিব এস. এম. মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মো. ইসমাইল হোসেন, আহবায়ক কমিটির সদস্য সচিব ও সাপ্তাহিক চাটমোহর বার্তা’র সম্পাদক এস. এম. হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ছাইফুল ইসলাম, অ্যাড. স্বপ্না রানী সরকার, অবসরপ্রাপ্ত সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, প্রভাত সরকার, মো. কামরুজ্জামান, ইফতেখারুল ইসলাম কল্লোল, প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, সাপ্তাহিক সময় অসময় পত্রিকা সম্পাদক ও সুজন চাটমোহর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন প্রমূখ।
সভাটি সঞ্চালনায় ছিলেন আহবায়ক কমিটির সদস্য আলমগীর মোহাম্মদ।