• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    সংসদ সদস্য নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনছেন নায়িকা মাহি

      অনলাইন ডেস্ক 27 December 2022 , 10:34:06

    মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

    চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি রাজনীতিতে সক্রিয় হয়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ হতে চান। এ কারণে দলটির নির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন ফরম নিচ্ছেন।

    আগামী ২৯ ডিসেম্বর বিকেল ৩টায় ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনের জন্য মনোনয়ন কিনবেন মাহিয়া মাহি।

    মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে খবরটি নিশ্চিত করেছেন মাহিয়া মাহি। তিনি বলেন, শুরুতে চেয়েছিলাম আমার স্বামী রাকিব সরকার ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোক। কিন্তু সে করছে না, তাই আমি অংশ নিতে চাচ্ছি।

    সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী ২ বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এই ‘অগ্নীকন্যা’। মাহিয়া মাহি তার স্বামী রাকিব সরকারও রাজনীতির সঙ্গে জড়িত।