• Uncategorized

    সুজানগরের দুলাই উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

      মো. মনিরুজ্জামান মনির, সুজানগর (পাবনা) 15 February 2023 , 2:32:07

    পুরস্কার বিতরণ করছেন আহমেদ ফিরোজ কবির এমপি সহ অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : মো. মনিরুজ্জামান মনির

    পাবনার সুজানগরের দুলাই উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি)  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

    বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ।

    বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলি, অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

    স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কামাল হোসেন লিটন।

    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক আব্দুল মালেক বিএসসি।