• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    আইএএ অলিভ ক্রাউন অ্যাওয়ার্ডস পেল বাজার ৩৬৫

      সবুজ আলো অনলাইন 9 April 2023 , 5:27:12

    আইএএ অলিভ ক্রাউন অ্যাওয়ার্ডস-২০২৩ পেয়েছে দেশের প্রথম গ্রিন-টেক ফোকাসড অনলাইন গ্রোসারি স্টোর বাজার ৩৬৫। নিউ গ্রিন ইনিশিয়েটিভ ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।

    সম্প্রতি মুম্বাইয়ের হোটেল আইটিসি গ্র্যান্ড সেন্ট্রালে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দেন বাজার৩৬৫ প্রতিষ্ঠাতা এ্যলেক মিথুন ও মুনতাসির রশিদ ভূঁইয়া।

    প্রতিষ্ঠান-সংশ্লিষ্টরা বলছেন, বাজার ৩৬৫ ক্রেতাদের কাছ থেকে যে ইতিবাচক সাড়া পেয়েছে, তাতে তারা অভিভূত। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে যে তাদের ক্রেতাদের কাছে প্রকৃতিকে বাঁচানোর জাদুকরী শক্তি রয়েছে। পরিবেশবান্ধব কেনাকাটা বেছে নেওয়ার মাধ্যমে আমরা সবাই পরিবর্তন আনতে পারি। প্লাস্টিক দূষণ বন্ধ করতে পারি।

    উল্লেখ্য, এশিয়ায় অন্যতম পুরস্কারগুলোর একটি অলিভ ক্রাউন। প্রযুক্তিনির্ভর উদ্যোগের ক্ষেত্রে সৃজনশীল শ্রেষ্ঠত্বের জন্য এ পুরস্কার দেয়া হয়। এটি কর্পোরেট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্মানিত করে। একটি সবুজ, পরিচ্ছন্ন পৃথিবী তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এ পুরস্কার।