Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
আটঘরিয়ায় একরাতে কৃষকের ১৫ গরু চুরি
মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) :
8 May 2024 , 7:40:11
প্রতীকী ছবি
পাবনার আটঘরিয়া উপজেলার হায়দারপুর গ্রামে একই রাতে চারজন কৃষকের গোয়াল ঘরের বেড়া ও তালা ভেঙ্গে ১৫টি গরু চুরি সংঘটিত হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৭ মে দিবাগত রাতের কোন এক সময়ে। বিষয়টি নিশ্চিত করেছেন একদন্ত ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম।
জানা গেছে, উপজেলার একদন্ত ইউনিয়নের হায়দারপুর গ্রামের রমজান আলী মৃর্ধার ৫টি গরু, আমজাদ হোসেন রাজু’র ৬টি গরু, আব্দুল আজিজের ২টি গরু এবং আব্দুল হাই টুনু শেখের ২টি গরু চুরি হয়েছে। গরু গুলোর আনুমানিক মুল্য ২৫ লক্ষাধিক টাকা।
কৃষকরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের গোয়াল ঘরের গরু চুরি হয়েছে।