পাবনা

আটঘরিয়ায় কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

  মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : ১৪ আগস্ট ২০২৩ , ৬:২৪:৫৬

খেলা শেষে পুরষ্কার বিতরনের মুহুর্ত।

পাবনার আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) বিকেল তিনটায় দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু।

আটঘরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচ এম ফখরুল হোসাইন, প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, মাহবুবা খাতুন মায়া, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ প্রমুখ।

ফাইনাল খেলায় আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ১ পয়েন্টের ব্যবধানে দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়।

খেলায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল সাত্তার মিয়া।

খেলায় স্কোর বোর্ডের দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক সোহেল রানা, প্রধান রেফারির দায়িত্বে ছিলেন ক্রীড়া শিক্ষক আবুল কালাম আজাদ ও ইয়াছিন আলী, সহযোগী রেফারির দায়িত্বে ছিলেন ক্রীড়া শিক্ষক মানিক হোসেন  ও মোর্শেদ আলম খান।

ধারাবর্ননায় ছিলেন শিক্ষক ফারুক হোসেন  ও শফিকুল ইসলাম।

প্রতিযোগিতায় মোট চারটি দল অংশগ্রহণ করে।