• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    আটঘরিয়ায় পুত্রবধুর ঝাড়ুর আঘাতে শাশুড়ির মৃত্যুর অভিযোগ

      আফতাব হোসেন,আটঘরিয়া (পাবনা) থেকে  19 February 2023 , 7:23:04

    ছবি : মাসুদ রানা

    পাবনার আটঘরিয়ায় পুত্রবধূ খুশির ঝাড়ুর আঘাতে শাশুড়ি মর্জিনা বেগমের (৫৫) মৃত্যুর অভিযোগ উঠেছে।

     

    রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোরে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    নিহত মর্জিনা খাতুন উপজেলার চাঁদভা ইউনিয়নের দক্ষিণ হাড়লপাড়া গ্রামের হাসিবুর রহমানের স্ত্রী।

    নিহতের স্বামী হাসিবুর রহমান জানান, গত বৃহস্পতিবার ছাগল মাঠে দেওয়াকে কেন্দ্র করে পুত্রবধু খুশি খাতুনের (৩০) সঙ্গে বাগবিতন্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পুত্রবধু খুশি খাতুন শাশুড়ি মর্জিনা খাতুনের মাথায় ঝাড়ু দিয়ে উপর্যুপড়ি আঘাত করে। এতে শাশুড়ি গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে রোববার সকালে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে মামলা রুজু করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।