খেলাধুলা

অবসরের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন তামিম

  সবুজ আলো ডেস্ক ৭ জুলাই ২০২৩ , ৮:১১:৩০

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল। তবে আপাতত খেলছেন না চলতি আফগান সিরিজ। থাকবেন দেড় মাসের বিশ্রামে। আবার এশিয়া কাপ দিয়ে ক্রিকেটে ফিরবেন ড্যাশিং এই ওপেনার।

শুক্রবার (৭ জুলাই) গণভবন থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম ইকবাল বলেন, ‘আজ দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’

এ সময় বিসিবি সভাপতি পাপন গণমাধ্যমকে বলেন, ‘আমার একটা ধারণা হয়েছিল ওর (তামিমের) প্রেস কনফারেন্সটা দেখে, হয়তো আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে যদি সামনাসামনি একবার বসতে পারি তাহলে হয়তো এটার একটা সমাধান পাব। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম এবং ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে সেটা সে প্রত্যাহার করছে। সে অবসর নেয় নাই।’

উল্লেখ্য, বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। শুক্রবার মাশরাফি বিন মর্তুজা নিজ উদ্যোগে তাকে নিয়ে গণভবনে যান, সঙ্গে ছিলেন স্ত্রী আয়েশা সিদ্দিকাও। মাশরাফি ও তামিম গণভবনে যাওয়ায় পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে সেখানে ডেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।