মো. মোতালেব হোসেন 25 April 2023 , 10:39:39
পাবনার চাটমোহর উপজেলার আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়, সমাজ এ এক্স স্কাউট ইদ পুনর্মিলনী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) বিদ্যালয় চত্বরে এক্স স্কাউট আয়োজিত উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে এক্স স্কাউট ইদ পুনর্মিলনী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন।
ইদ পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের মধ্যে ছিলো বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, সম্মাননা স্বারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে বর্তমান ও সাবেক শিক্ষকমন্ডলি, এক্স স্কাউটের সদস্যরা সহ ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়, সমাজ এর স্কাউট দল প্রতিষ্ঠালগ্ন হতেই সাবেক সফল প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন স্যারের দিকনির্দেশনা মোতাবেক শরীরচর্চা শিক্ষক আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম স্যারের সুনিপুণ দক্ষতা ও নেতৃত্বে উপজেলা, জেলা, বিভাগীয়, জাতীয় জাম্বুরী ও আন্তর্জাতিক সার্ক জাম্বুরী সহ সকল পর্যায়ে সফলতার ধারা অব্যাহত রেখে এসেছে। প্রাক্তন স্কাউট এস এম সেলিম রেজা ১৯৯৮ সালে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন এবং শফিকুল ইসলাম স্যার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হন। উক্ত শিক্ষা প্রতিষ্ঠান বার বার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এর স্বীকৃতি পেয়ে আসছে। সেই সকল ত্যাগী মহান অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা জানানো হয় ইদ পুনর্মিলনী অনুষ্ঠানে।
অবসরপ্রাপ্ত শিক্ষকমন্ডলিরা হলেন- আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন (সাবেক প্রধান শিক্ষক), মরহুম আলহাজ্ব মোঃ আফসার আলী ((সাবেক সহকারী প্রধান শিক্ষক), মরহুম আলহাজ্ব এ.এই.এম আশেক ই এলাহী (মাওলানা শিক্ষক), আলহাজ্ব মোঃ আবুল কাশেম (সহকারী শিক্ষক), মোঃ মোক্তার হোসেন (সহকারী শিক্ষক), মোঃ শফিকুল ইসলাম (ক্রীড়া শিক্ষক), মরহুম সাইফুল ইসলাম (অফিস সহকারী), ও মোঃ ময়নুল হক (পিয়ন)।
উক্ত অনুষ্ঠানে সোনালী অতীত স্মরন করে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।