দেশজুড়ে

কাজিপুরে দুই বালু ব্যবসায়ীর অর্থদন্ড

  সবুজ আলো ডেস্ক ৩০ অক্টোবর ২০২৩ , ৮:৪৬:৩৯

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করায় দুই ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার শুভগাছা এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।

এসময় সিরাজগঞ্জ সদরের ধানবান্ধী গ্রামের আব্দুস সামাদের ছেলে বালু ব্যবসায়ী মনিরুল ইসলাম এবং এই গ্রামের একেন আলীর ছেলে শাহ আলম বালি উত্তোলন করছিলেন।

পরে তাদের থানায় নিয়ে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১ লাখ করে মোট ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।