Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
গুরুদাসপুরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই
সবুজ আলো প্রতিবেদক
26 June 2023 , 11:57:19
প্রতীকী ছবি
নাটোরের গুরুদাসপুরে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আরেকজনকে পিটিয়ে জখম করা হয়েছে। গতকাল রোববার (২৫ জুন) রাত ১০টার দিকে উপজেলার হাসমারী এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, রোববার রাত ১০টার দিকে ওয়ালটনের শোরুমের মালিক বিপ্লব হোসেন তার প্রতিবেশী খোরশেদকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিল। পথে হাসমারি গ্যাস পাম্প এলাকায় পৌঁছালে ৪-৫ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে।
মনোয়ারুজ্জামান আরও জানান, মোটরসাইকেলটি থামানোর সাথে সাথেই দুর্বৃত্তরা বিপ্লব ও খোরশেদকে মারধর করতে শুরু করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি বিপ্লবকে কুপিয়ে তার কাছে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এতে বাধা দিলে খোরশেদ সরদারকেও পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আহতদের কাছ থেকে পাওয়া তথ্য মতে ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করা হয়েছে।