• Uncategorized

    গুরুদাসপুরে ব্যাটারি চালিত অটোভ্যান উল্টে শিশু শিক্ষার্থী নিহত

      নিউজ ডেস্ক 3 February 2024 , 9:28:35

    প্রতীকী ছবি

    নাটোরের গুরুদাসপুরে ব্যাটারি চালিত অটোভ্যান উল্টে আরাফাত হোসেন (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ব্যাটারি চালিত অটোভ্যান উল্টে গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেলে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আরাফাত উপজেলার চাঁচকৈড় পুরানপাড়া মহল্লার মো. লাবু প্রাং এর ছেলে।

    স্থানীয়রা জানান, আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পুরানপাড়া মহল্লায় রসুনের জমিতে এক অটোভ্যান চালক ভ্যান রেখে একটু দূরে যায়। পরবর্তীতে নিহত শিশুর চাচাতো ভাই ফাহাদ হোসেন (১০) আরাফাতকে ভ্যানে বসিয়ে নিজে চালিয়ে কিছুদূর নিয়ে যেতেই ভ্যানটি বালুর রাস্তায় উল্টে যায় এবং আরাফাত ভ্যানের নিচে পরে গুরুতর আহত হয়।

    এসময় রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে প্রেরণ করেন। পরবর্তীতে এ্যাম্বুলেন্সে রাজশাহী যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

    গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন দুর্ঘটনায় আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।