চাটমোহরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
সবুজ আলো ডেস্ক
12 September 2023 , 10:07:03
পুরস্কার বিতরণের মুহুর্ত।
পাবনার চাটমোহরে ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে চাটমোহর সরকারি আরসিএনএন্ডবিএসএন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে (বালুচর খেলার মাঠ) চাটমোহর উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, পাবনার আয়োজনে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস. এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মগরেব আলী।
ফুটবল খেলায় বালক দলে চ্যাম্পিয়ন হয় রামচন্দ্রপুর আলিম মাদরাসা এবং রানার্স আপ হয় ডিবিগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। বালিকা দলে চ্যাম্পিয়ন হয় হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয় নিমাইচড়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়।
কাবাডিতে চ্যাম্পিয়ন হয় সেন্ট রীটাস্ উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয় হোগলবাড়িয়া আলিম মাদরাসা।
সংশ্লিষ্ট সূত্র জানান, ১০ সেপ্টেম্বর হতে ১২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত খেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা এ প্রতিযোগীতায় অংশ নেন।