চাটমোহরে নজরুল জন্ম জয়ন্তী পালন
নিজস্ব প্রতিবেদক :
26 May 2024 , 3:42:38
পাবনার চাটমোহরে ঘরোয়া পরিবেশে পালিত হলো নজরুল জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে শনিবার (২৫ মে) সন্ধ্যায় আঞ্চলিক সাংস্কৃতিক সংঘ আনকুটিয়ার আয়োজনে হক সাহেবের বাড়িতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দেওয়ান সাহাবুর রহমান চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন তাপস রঞ্জন তলাপাত্র, রফিকুল ইসলাম, এ্যাড. তৌহিদ খান প্রমুখ।
নজরুল সঙ্গীত শিল্পী উৎস, ডাঃ ফারুক, আসমাউল, ইনামুল, বজলুল হক সুসান, ইশারত আলী প্রমুখ নজরুল সঙ্গীত পরিবেশন করেন।
সুলতানা জাহান আবৃত্তি করে শোনান নজরুল ইসলামের কবিতা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এম.এ আলিম আবদুল্লাহ।