• Uncategorized

    তাড়াশ পৌরসভা নির্বাচন নিয়ে র‌্যাবের প্রেস ব্রিফ্রিং

      আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) : 13 July 2023 , 9:18:15

    সিরাজগঞ্জের তাড়াশে আগামী ১৭ জুলাই নবগঠিত পৌরসভার নির্বাচন নিয়ে র‌্যাব-১২ এর প্রেস ব্রিফ্রিং অনুষ্ঠিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে তাড়াশ পৌর এলাকার পশ্চিম ওয়াবদা বাধ এলাকায় সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর আয়োজনে র‌্যাব-১২ অধিনায়ক (ভারপ্রাপ্ত) স্কোয়াড্রন লিডার মোহাম্মাদ ইলিয়াস খান প্রেস ব্রিফ্রিং করেন।

    প্রেস ব্রিফ্রিংয়ে তিনি বলেন, আগামী ১৭ জুলাই তাড়াশ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে র‌্যাব-১২ অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর দিকনির্দেশনায় আগামী ১৫ জুলাই থেকে ১৮জুলাই পর্যন্ত নির্বাচন পূর্ববর্তী ও নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী এই তিন ধাপে নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করবে র‌্যাব-১২। নির্বাচনের পূর্ববর্তী আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার কৌশল হিসেবে পৌরসভা এলাকায় টহল জোরদার করা হয়েছে। এছাড়া নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবের মোবাইল টিম, স্টাইকিং ফোর্স, সাদা পোশাকে গোয়েন্দাা সদস্যগন নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়োজিত থাকবে।

    তিনি আরো বলেন, র‌্যাব-১২ সদর দফতরে র‌্যাবের স্পেশাল ফোর্স যেকোনো পরিস্থিতিতে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে। এছাড়া ও সার্বিক পরিস্থিতি তদারকির জন্য নিবাচনী সেল ও কন্ট্রোল রুম স্থাপন করা হবে। নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যাবহারের ব্যাপারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও উদ্ধার অভিযান। নির্বাচনকে সুষ্ঠু ও ভোটের পরিবেশ সুন্দর রাখার জন্য র‌্যাব-১২ সদা প্রস্তুত আছে।