Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
পাবনায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধার
সবুজ আলো ডেস্ক
21 June 2024 , 10:57:30
পাবনায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোছা. ছকিনা খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে সদরের সাদুল্লাপুর ইউনিয়নের ঘরেরভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে ওই নারী রেললাইন দিয়ে হাঁটছিল। খালিশপুর থেকে হেঁটে হেঁটে ঘরেরভিটা নামক স্থানে পৌঁছালে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা আরও জানান, মাঝেমধ্যেই এই রুটে ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পরে মানুষ মারা যাচ্ছে। দু-এক জায়গা ছাড়া কোথাও কোনো গেটম্যান নেই। ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে। প্রতিটি পারাপারের জায়গায় গেটম্যান দেওয়ার দাবি জানান তারা।
ঈশ্বরদী রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ওই নারী রেললাইন ক্রস করছিল। এ সময় ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।