Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
ভাঙ্গুড়ায় কৃষি জমির মাটি কেটে বিক্রি, এক লাখ টাকা অর্থদণ্ড
নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা) :
17 May 2024 , 9:14:08
পাবনার ভাঙ্গুড়ায় কৃষি জমি থেকে ভেকু(এস্কেভেটর) দিয়ে মাটি কেটে বিক্রি করার অভিযোগে কামরুজ্জামান পিন্টু নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত পিন্টু উপজেলার পাটুল গ্রামের শামসুল হুদার ছেলে।
বৃহস্পতিবার (১৭ মে) গভীর রাতে উপজেলার দিলপাশার ইউনিয়নের পাছবেতুয়ান গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ভাঙ্গুড়া থানা-পুলিশের একটি দল তাকে সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার পাছ বেতুয়ান গ্রামের পাউবোর ওয়াপদা বাঁধ সংলগ্ন কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১ টা থেকে ৩ টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজীর নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে মাটি কাটার ভেকু,পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাক ও ড্রাইভারসহ মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত মাটি ব্যবসায়ী পিন্টুকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় ।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী বলেন,বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অপরাধ প্রমাণিত হওয়ায় পিন্টুকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসময় অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে মাটি না কাটার মুচলেকা নেওয়া হয়।