Uncategorized

ভাঙ্গুড়ায় ফ্যানের বাতাসে ধান ওড়াতে গিয়ে কৃষকের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা) : 16 May 2024 , 7:54:01

পাবনার ভাঙ্গুড়ায় ফ্যানের বাতাসে ধান ওড়াতে গিয়ে গুরুত্বর আহত কৃষক জহির সরদার (৪৫) মারা গেছেন। বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে এদিন বিকেলে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে ধান ওড়াতে গিয়ে ফ্যানের সঙ্গে পরনের লুঙ্গি পেঁচিয়ে গুরুতর আহত হন তিনি। নিহত জহির উদ্দিন ওই গ্রামের আবু বকর সরদারের ছেলে। তার তিনটি সন্তান রয়েছে বলে জানা গেছে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নামজুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল বুধবার (১৫ মে) বিকেলে ডাঙ্গাপাড়া গ্রামের জনৈক ব্যক্তির খোলায় ফ্যানের বাতাসে ধান ওড়াচ্ছিলেন জহির। এ সময় অসাবধানতাবশত তার পরনের লুঙ্গি ফ্যানের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা জহিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক  বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।