• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    ভাঙ্গুড়ায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়  

      নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা) : 27 April 2024 , 5:31:03

    তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য পাবনার ভাঙ্গুড়ায় ইস্তিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

    আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার জয়রামপুর মাঠে ইস্তিসকার নামাজ আদায় করা হয়।

    বিভিন্ন গ্রাম থেকে আগত শত,শত মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেন।নামাজ শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন।নামাজ শেষে মুসল্লিরা মহান আল্লাহর দরবারে-চলমান তীব্র তাপদাহ থেকে মুক্তি চেয়ে রহমতের বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন।

    এদিকে একই সময় পৌরশহরের সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ইস্তিসকার নামাজ আদায় করেন একদল মুসল্লি।এই নামাজে ইমামতি করেন ও দোয়া পরিচালনা করেন নৌবাড়ীয়া আহলে হাদিস  জামে মসজিদের ইমাম  হাফেজ মাওলানা আব্দুল মমিন।