• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    মাটি চাপায় ভাঙলো, মিলনের ভাগ্য বদলের স্বপ্ন

      নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা) : 3 November 2023 , 9:35:12

    নিহত প্রবাসী মনিরুল ইসলাম মিলন। ছবি : সংগৃহীত

    ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে মালয়েশিয়া পারি জমান পাবনার ভাঙ্গুড়ার মনিরুল ইসলাম মিলন (৩১) নামের এক শিক্ষিত যুবক। সেখানকার কাম্পুং মাকাতে সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মারা যান তিনি। মুহূর্তেই ভেঙে যায় তাঁর ভাগ্য বদলের স্বপ্ন। এঘটনায় আরও দুই বাংলাদেশি শ্রমিকেরও মৃত্যু হয় বলে জানা যায়। নিহত প্রবাসী মিলন উপজেলার ঝবঝবিয়া গ্রামের কৃষক জমিন উদ্দিনের ছেলে। তাঁর স্ত্রী ও ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

    গত বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে মালয়েশিয়ার মাচাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠায়।

    স্থানীয় এলাকাবাসি ও নিহতের পরিবার সূত্র জানায়,দরিদ্র পরিবারের সন্তান মিলন দেশে বেশ কয়েকটি কোম্পানির চাকরি পাল্টিয়েছেন। কিন্তু কোন কাজেই তিনি সুবিধা করতে পারছিলেন না। তাই স্ত্রী-সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নেন বিদেশে যাওয়ার। গত ৯ মাস আগে ভাগ্য বদলের আশায় মালয়েশিয়ায় পারি জমান মিলন। কিন্তু সেখানে গিয়েও কথা মতো কাজ না পেয়ে হতাশ হন তিনি।পরে সেখান থেকে অন্যত্র গিয়ে একটি প্রতিষ্ঠানে নির্মাণ শ্রমিকের কাজ নেন। ঘটনার দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) সড়ক নির্মাণ প্রকল্পে ১১ ফুট মাটির নিচে পাইলিংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ মাটি চাপা পড়ে মিলনসহ তিন প্রবাসী বাংলাদেশি মারা যান।

    নিহত মিলনের স্ত্রী সনজুয়ারা খাতুন বলেন, ‘তাঁর স্বামী মিলন ধারদেনা করে ৫ লাখ টাকা খরচ করে মালয়েশিয়ায় যান। এখন পর্যন্ত বাড়িতে সে একটি টাকাও পাঠাতে পারেনি। তাই ধারদেনাও শোধ করা যায়নি। এর মধ্যে আমাদের ছেড়ে ও চলে গেলো।’

    উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মোছা: সুলতানা জাহান বকুল এ তথ্য  নিশ্চিত করেছেন।