আবহাওয়া

বৃষ্টি নামলেই ফিরবে শীত, সাগরে লঘুচাপের ইঙ্গিত

  সবুজ আলো ডেস্ক ২৭ জানুয়ারি ২০২৩ , ৯:৫৯:২৪

আবহাওয়া অধিদফতর ভবন। ছবি : সংগৃহীত

মাঘ মাসে গরমের অনুভূতিতে অনেকেই ভাবছেন বিদায় নিচ্ছে শীত। তবে আবহাওয়া অফিস বলছে, বায়ুপ্রবাহের কিছুটা তারতম্য হওয়ায় এমনটা ঘটেছে। যদিও এরইমধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের পূর্বাভাস আবারও পরিস্থিতি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, রাজধানীতে শীতের অনুভূতি কমে গেছে এটা ঠিক। কিন্তু দেশের উত্তরাঞ্চলে শীত এখনও রয়েছে; যদিও তা কম। তাছাড়া ফেব্রুয়ারি পর্যন্ত দেশে শীতকাল। সে পর্যন্ত কমবেশি শীত থাকবে। এরমধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। তবে এটা এখনও গভীর সাগরে রয়েছে। সেখানে লঘুচাপ সৃষ্টি হলে আবহাওয়ার আরও কিছু পরিবর্তন হতে পারে।

হাফিজুর রহমান আরো বলেন, লঘুচাপটি পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী মনে হচ্ছে এটি শ্রীলংকার দিকে যাবে। তবে আমাদের দিকে আসলে কিছুটা বৃষ্টি ঝড়াতে পারে এবং তাতে শীতের অনুভূতি আবারও তীব্রতর হতে পারে। তবে যাই ঘটুক ফেব্রুয়ারির শেষ পর্যন্ত কমবেশি শীত থাকবে।