Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
লিপির চিকিৎসায় লাগবে তিন লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা) :
6 August 2023 , 7:24:05
ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত লিপি বেগম । ছবি: সংগৃহীত।
পাবনার ভাঙ্গুড়া পৌর শহরের কালিবাড়ী এলাকার লিপি বেগম (৩২)। দুই শিশু সন্তান রেখে প্রায় ৬ বছর আগে তাঁর স্বামী মারা যান।
স্বামীর মৃত্যুর পর সন্তানদের মুখের দিকে তাকিয়ে নতুন করে সংসার পাতেননি তিনি। লিপি পৌরশহরের একটি বেসরকারি ক্লিনিকে সামান্য বেতনে ল্যাব সহকারী হিসাবে কাজ করেন। সেখান থেকে যা উপার্জন হয় তাতেই কোন মতো চলে তাঁর তিন সদস্যের সংসার।
মাস ছয়েক আগে তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন। পরে চিকিৎসকের শরণাপন্ন হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে জানান, তিনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। শরীরে ক্যান্সার সনাক্তের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা: মো:মহিবুল হাসান ভাঙ্গুড়া হেলথ কেয়ার ক্লিনিকে লিপির অপারেশন করেন।
অসুস্থ লিপি বেগম জানান, অপারেশন করার পর তাঁর শরীরে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি নেওয়ার প্রয়োজন দেখা দেয়। এতে প্রয়োজন তিন লাখ টাকা। কিন্তু এতো টাকা যোগান দেওয়া তাঁর পক্ষে কোনভাবেই সম্ভব না। তাই অর্থাভাবে নিয়মিত থেরাপি নিতে না পারায় বর্তমানে তিনি স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন। তাই নিজের জীবন বাঁচাতে বিত্তবানদের নিকট তিনি সহযোগিতা কামনা করেছেন।(তাঁর বিকাশ নম্বর ০১৯২২৩৭৮০৯৭ )
ভাঙ্গুড়া হেলখ কেয়ার লিমিটেডের পরিচালক আব্দুল জাব্বার বলেন, মেয়েটি খুব দরিদ্র। তাঁর দুটি ছেলে-মেয়ে রয়েছে। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর অপারেশনটা আমাদের ক্লিনিক থেকেই ফ্রিতে করে দিয়েছি। এখন থেরাপির জন্য তাঁর অনেক টাকার প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, তাঁর চিকিৎসার জন্য সরকারিভাবে যতটুকু সহযোগিতা করা সম্ভব সেটা আমরা করব।