• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    সংসদ সদস্য পদ হারালেন রাহুল গান্ধী

      সবুজ আলো ডেস্ক 24 March 2023 , 8:40:25

    সংগৃহীত ছবি

    ‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে দু’বছর জেলের সাজাপ্রাপ্ত রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। 

    শুক্রবার (২৪ মার্চ) দেশটির সংবিধান অনুযায়ী লোকসভার স্পিকার ওম বিড়লা তার পার্লামেন্ট সদস্য পদ বাতিল করেন। লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

    মোদী পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে বৃহস্পতিবার গুজরাতে সুরাত জেলা আদালত রাহুলকে ২ বছর জেলের সাজা দিয়েছিল।

    তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করা হল।

    ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কর্নাটকে প্রচারে গিয়ে রাহুল প্রশ্ন তুলেছিলেন, সব চোরদের পদবি ‘মোদি’ হয় কেন? আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদি, ব্যাংক-ঋণ মামলায় ‘পলাতক’ নীরব মোদির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা টেনেছিলেন তিনি। ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে ‘পদবি অবমাননার’ অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় গুজরাটে মানহানির মামলা করেছিলেন বিজেপি নেতা পূর্ণেশ মোদি। ওই মামলায় বৃহস্পতিবার (২৩ মার্চ) গুজরাতে সুরাত জেলা আদালত রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেন।

    সাজাপ্রাপ্ত হওয়ায় ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ ও জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সংসদ সদস্য পদ বাতিল করা হয়। আইন অনুযায়ী, এখন তিনি অন্তত আগামী ৬ বছর কোনো নির্বাচনে লড়তে পারবেন না। সূত্র : এনডিটিভি