• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    সিংড়ায় অগ্নিকাণ্ডে পুড়ল স্বর্ণ পট্টির ১২ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

      সবুজ আলো ডেস্ক 26 April 2024 , 6:22:36

    নাটোরের সিংড়ায় আকস্মিক অগ্নিকাণ্ডে স্বর্ণ পট্রির ১২টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে আটটি দোকান সম্পূর্ণ ও চারটি আংশিক পুড়ে গেছে বলে জানা গেছে।

    বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে হঠাৎ সিংড়া বাজারের কাঁসারি পট্টি হিসেবে পরিচিত স্বর্ণ পট্টির একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে ১২টি দোকান পুড়ে যায়। পরে ভোর পাঁচটা পর্যন্ত নাটোর ও সিংড়ার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    সিংড়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার কামরুজ্জামান জানান, মুঠোফোনে আগুনের লাগার খবর পেয়ে নাটোর ও সিংড়ার তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নদীতে পানি কম থাকায় পানি তুলতে দেরি হওয়ায় আগুন নেভাতে সময় লেগে যায়। এ সময় আগুন ছড়িয়ে পড়ে স্বর্ণ পট্টির দোকানগুলো পুড়ে গেছে। পরে নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক একেএম মুর্শেদের নেতৃত্বে তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    জুয়েলার্স সমিতি সিংড়া উপজেলার সভাপতি বিজয় কুমার দাস বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে স্বর্ণ পট্টির সরকার জুয়েলার্স, লোকনাথ জুয়েলার্স ও গৌরী জুয়েলার্সসহ মোট দশটি স্বর্ণের দোকান ও ইসলাম ইলেকট্রনিক্সসহ আরও দুটি দোকান পুড়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।