• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    সু চির মুক্তির পক্ষে জাতিসংঘে প্রস্তাব পাস

      সবুজ আলো ডেস্ক 24 December 2022 , 8:29:25

    অং সান সু চি। ছবি : সংগৃহীত

    মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি’কে জেল থেকে মুক্তি দেওয়ার পক্ষে প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। 

    প্রস্তাবে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের কাছে সু চি এবং দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট উইন মিন্ত-সহ সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার আবেদন জানানো হয়েছে।

    ৭৭ বছরের সুচি-সহ রাজনৈতিক বন্দিদের মুক্তি মিয়ানমারে সহিংসতার ইতি ঘটাবে বলে পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে।

    গত বছর ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে মিযানমার সেনাবাহিনী সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসিকে ক্ষমতাচ্যুত করেছিল। এরপর থেকেই নোবেল শান্তি পুরস্কারজয়ী নেত্রী এবং তার সঙ্গীরা জেলবন্দি।

    এরপর দুর্নীতি, জনরোষে মদত দেওয়া, কোভিডবিধি ভেঙে নির্বাচনী প্রচার চালানোর মতো একাধিক অভিযোগে সু চিকে দফায় দফায় বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সূত্র: সিএনএন