• Uncategorized

    ঈশ্বরদীতে তিন সন্তানের জননীর আত্মহত্যা

      সবুজ আলো প্রতিবেদক 25 January 2023 , 2:59:32

    ঈশ্বরদী থানা, পাবনা। ছবি : সংগৃহীত

    পাবনার ঈশ্বরদীতে পারিবারিক কলহের কারণে বিষপানে মুর্শিদা খাতুন (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

    মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    এর আগে দুপুরে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের বাড়াহুশিয়া-দরগাবাজার এলাকায় ওই গৃহবধূ বিষপান করেন।

    নিহত মুর্শিদা খাতুন উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের বাড়াহুসিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী এবং তিন সন্তানের জননী।

    এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূর স্বামী শহীদুল পেশায় রিকশাচালক। পেশাগত কারণে তিনি ঢাকায় থাকেন। কিছুদিন আগে সেখানে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও ঝগড়া শুরু হয়। এরই জেরে সবার অগোচরে মঙ্গলবার দুপুরের দিকে বিষপান করেন মুর্শিদা।

    বিকেলে বিষয়টি টের পেয়ে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের লোকজন। এসময় মুর্শিদার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রামেক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    এ তথ্য নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে। থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলেও জানান তিনি।