• Uncategorized

    বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সময়সূচি চূড়ান্ত

      নিউজ ডেস্ক 23 February 2023 , 9:26:47

    তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড।২০২৩ সালের ১লা মার্চ মিরপুরে ইংল্যান্ডের সাথে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে এ সিরিজ।

    সফরে ম্যাচ কবে আয়োজিত হবে তা চূড়ান্ত করা হলেও মাঠে খেলা গড়ানোর সময় চূড়ান্ত ছিল না।

    বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ০১ মার্চ থেকে ওয়ানডে এবং ৯ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

    এ সফরে ইংল্যান্ড বাংলাদেশের সাথে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। এরপর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। মার্চের ১, ৩ ও ৬ তারিখ তিনটি ওয়ানডে খেলবে দলটি। এরপর ৯, ১২ ও ১৪ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্যদিয়ে দ্বিপাক্ষিক সিরিজ শেষ হবে।

    সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে দুপুর ১২টা থেকে। এছাড়া বেলা ৩টা থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

    বাংলাদেশ বনাম ইংল্যান্ড ওয়ানডে সময়সূচি

    তারিখ                             ভেন্যু

    ১  মার্চ  (প্রথম ওয়ানডে)   – মিরপুর
    ৩ মার্চ  (দ্বিতীয় ওয়ানডে) – মিরপুর
    ৬ মার্চ  (তৃতীয় ওয়ানডে) – চট্টগ্রাম

    বাংলাদেশ বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সময়সূচি 
    তারিখ                               ভেন্যু

    ০৯ মার্চ  (প্রথম টি-২০)     —  চট্টগ্রাম
    ১২ মার্চ  (দ্বিতীয় টি-২০)  — মিরপুর
    ১৪ মার্চ  (তৃতীয় টি-২০)  —  মিরপুর