আটঘরিয়ায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) :
4 June 2024 , 9:01:22
বক্তব্য রাখছেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম।
পাবনার আটঘরিয়া উপজেলা পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় “পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ ” অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৪ জুন) সকালে উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা পাট চাষী সমিতির সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান।
আটঘরিয়া উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আটঘরিয়ার আয়োজনে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এডিডি রোকনুজ্জামান, জেলা পাট উন্নয়ন অফিসার মামুনুর রশীদ, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা পারভেজ রানা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় বঙ্গবন্ধু কৃষিপদক প্রাপ্ত কৃষক শ্রী বিপ্লব কুমার সেন, দুলাল মৃর্ধা।
উক্ত প্রশিক্ষণে মোট ৭৫ জন পাট চাষী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।