• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    আটঘরিয়ায় কৃষকের বসতবাড়িতে অগ্নিকান্ড; ৮ লক্ষাধিক টাকার ক্ষতি 

      মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : 30 April 2024 , 10:01:38

    পাবনার আটঘরিয়ায় এক ভয়াবহ অগ্নিকান্ডে কৃষক রবিউল ইসলামের বসতবাড়িতে আগুন লেগে সবকিছু ভষ্মিভূত হয়েছে। অগ্নিকান্ডে ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

    ঘটনাটি ঘটেছে উপজেলার দেবোত্তর ইউনিয়নের চাঁদপুর উত্তর পাড়া গ্রামের হাবিল খার ছেলে রবিউল ইসলামের বাড়িতে সোমবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য হারনর রশিদ।

    ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, রাত সাড়ে এগারোটার দিকে গোয়াল ঘরের কয়েল থেকে আগুনের সুত্রপাত ঘটলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় দুইটি ঘরে থাকা গরু, ছাগল, হাঁস মুরগী, পেয়াজ, রসুন, নগদ অর্থ সহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ভূষ্মিভূত হয়।

    রবিউল জানান, নগদ ১০ হাজার টাকা, একটি শ্যালো মেশিন, একটি সাইকেল, একটি গরু, ৯ টি ছাগল, ৮০ মণ পেঁয়াজ, ৬০ মণ রসুন, হাঁস মুরগী সহ ব্যবহৃত কাপড় পুড়ে ছাই হয়ে গেছে।