Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
আটঘরিয়ায় বিষপানে শ্রমিকের আত্মহত্যা
মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) :
26 October 2023 , 1:20:34
পাবনার আটঘরিয়ায় বিষপানে ফজলুল হক (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ অক্টোবর) উপজেলার একদন্ত ইউনিয়নের চকচৌকিবাড়ি (পরানপুর) গ্রামে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সবার অজান্তে নিজ ঘরে বিষপান করে অসুস্থ হয়ে পড়ে ফজলুল। বাড়ির লোকজন বুঝতে পেয়ে তাকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। পারিবারিক কলহই আত্মহত্যার কারণ বলে জানা গেছে।