আটঘরিয়ায় বেগম রোকেয়া দিবসে ৫ শ্রেষ্ঠ জয়িতা পেলেন সম্মাননা
মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) :
10 December 2023 , 10:11:49
পাবনার আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা সভাকক্ষে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: নাহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শিপ্রা রানী মন্ডল, দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াসিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সিএস মোঃ মাহমুদুল হক, প্রশিক্ষক আহমেদ রুবেল প্রমুখ।
আলোচনা সভা শেষে ৫টি ক্যাটাগরিতে ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মাননা পাওয়া ৫ জন জয়িতা হলেন আর্থিক ভাবে সাফল্য অর্জনকারি নারী আটঘরিয়া কলেজ পাড়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মোছাঃ ছাবিনা ইয়াসমিন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারি নারী মাজপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী মোছাঃ তানজিলা খাতুন, একদন্ত ইউনিয়নের হিদাসকোল দড়িপাড়া গ্রামের শামসুজ্জোহার স্ত্রী সফল জননী নারী মিসেস রোকেয়া বেগম, মাজপাড়া ইউনিয়নের হারলপাড়া গ্রামের শামীম হোসেনের স্ত্রী নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী মোছাঃ রুবিয়া খাতুন, কুষ্টিয়া পাড়া গ্রামের মিন্টুর স্ত্রী সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী পামেলা খাতুন।