• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সিরিজ জয় টাইগারদের

      সবুজ আলো অনলাইন 23 March 2023 , 7:20:41

    প্রথমবারের মতো ওয়ানডেতে ১০ উইকেটের জয় তুলে নিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ। বিনা উইকেটে ১০২ রান তাড়া করে তিন ম্যাচের সিরিজটাও ২-০ ব্যবধানে জিতলো টাইগাররা।

    বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে টস জিতে ব্যাট করতে নেমে ২৮ ওভার ১ বল খেলে সব উইকেট হারিয়ে ১০১ রান করে আইরিশরা। জবাব দিতে নেমে ২২১ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

    প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল, দ্বিতীয়টি বৃষ্টিতে হয় পরিত্যক্ত; সিরিজের ট্রফি তাই থাকছে স্বাগতিকদের কাছে।

    ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১০১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। রান তাড়া করতে নেমে ১০ উইকেট ও ২২১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

    মাত্র ১০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন দুই টাইগার ওপেনার লিটন কুমার দাস। লক্ষ্যে পৌঁছাতে তাদের খেলতে হয়েছে মাত্র ১৩.১ ওভার। ফিফটির দেখা পান লিটন কুমার দাস। ৩৮ বলে ৫০ রানে লিটন ও ৪১ বলে ৪১ রানে তামিম অপরাজিত থাকেন।

    সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ দলনেতা অ্যান্ডি বালবির্নি। কিন্তু ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। হাসান মাহমুদের বোলিং তোপে শুরুতেই তিন উইকেট হারায় আয়ারল্যান্ড। ৮ রানে স্টেফেন দোহেনি, ৭ রানে পল স্টার্লিও ও শূন্যরানে হ্যারি টেক্টর সাজঘরে ফেরেন।

    মাত্র ২৬ রানে ৪ উইকেটে হারানো দলের হাল ধরেন কুর্তিস ক্যাম্ফের ও লরকান টাকার। পঞ্চম উইকেট জুটিতে দুজনে তুলে ৪২ রান। এরপর ইবাদত হোসেনের করা বলে ব্যক্তিগত ২৮ রানে আউট হন টাকার। পরেই বলেই বোল্ড আউট হন জর্জ ডকরেল। দুই ওভার পর জোড়া উইকেট নেন তাসকিনও। ম্যাকব্রিন ১ ও মার্ক আদায়ের শূন্য রানেই সাজঘরে ফেরেন।

    এদিকে একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন কুর্তিস ক্যাম্ফের। কিন্তু খুব বেশি সুবিধা করতে পারেননি তিনি। হাসান মাহমুদের করা বলে ফেরেন ৩৬ রানে। এছাড়া ৩ রান করেন গ্রাহাম হুম। আর ৪ রানে অপরাজিত থাকেন ম্যাথু হ্যাম্প্রেস।

    বাংলাদেশের পক্ষে ৩২ রানের খরচায় সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন হাসান মাহমুদ। তিনটি উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। আর ইবাদত হোসেন পেয়েছন দুটি উইকেট।

    দুই যুগের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রতিপক্ষকে পাঁচবার ৯ উইকেটে হারিয়েছে টাইগাররা। তবে ছিল না ১০ উইকেটের জয়। তবে আইরিশদের বিপক্ষে এই রেকর্ড গড়ে তিন ম্যাচের সিরিজও ২-০ ব্যবধানে জিতে নিয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

    দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ রেকর্ডগড়া ৩৪৯ রান করেছিল। তবে বৃষ্টির কারণে সে ম্যাচ পরিত্যক্ত হয়ে গিয়েছিল। নাহলে হয়তো ৩-০ ব্যবধানে আইরিশদের হোয়াইটওয়াশ করার কীর্তিটাও লেখা থাকতো টাইগারদের নামের পাশে।