পাবনা

ভাঙ্গুড়ায় স্কুলভিত্তিক দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : ২৯ মে ২০২৩ , ৯:৩৪:২৬

বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান। ছবি : প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় ‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে স্কুল ভিত্তিক দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (২৯ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বীরমুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামান তরুন।

কমিটির সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় অন্যদের মাঝে বক্তব্য দেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রোমানা আকতার রোমি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম, একাডেমিক সুপারভাইজার রীতা রানী পাল প্রমূখ।

অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ, সহকারী প্রোগ্রাম অফিসার শাহিনুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সেলিম রেজা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করছে। আগামী ৩১ মে এ বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।