পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ এক তরুণকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১১ মার্চ) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান। এর আগে রোববার (১০ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তরুণ হলেন ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা স্কুলপাড়া গ্রামের আজাদুর রহমানের ছেলে শাহরিয়ার আজাদ উৎসব (১৯)।
মেজর এহতেশামুল হক খান বলেন, গোপন সূত্রে র্যাব জানতে পারে, বাঁশেরবাদা এলাকায় কতিপয় ব্যক্তি অসৎ উদ্দেশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে উৎসবকে আটক করে। তার সঙ্গে থাকা কয়েক জন পালিয়ে যায়।
তিনি জানান, এ সময় উৎসবের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উৎসব র্যাবকে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ অস্ত্র দিয়ে জনসাধারণকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করে তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান মেজর এহতেশামুল হক খান।