Uncategorized

চাটমোহরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

  সবুজ আলো ডেস্ক 12 October 2023 , 9:44:27

ছবি : সংগৃহীত

পাবনার চাটমোহর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে ও  অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা কৃষি অফিসার এ এ মাসুম বিল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ।

জানা গেছে, রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখি, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারী ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৬ হাজার ৬শ’ ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে।