Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
চাটমোহরে ছাগল নিয়ে দুই পরিবারে সংঘর্ষ, নারীসহ আহত ৬
নিউজ ডেস্ক
27 May 2023 , 10:05:20
অন্যের বাড়িতে ছাগল যাওয়া নিয়ে দুই পরিবারের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। শুক্রবার (২৬ মে) দিবাগত রাত ১০টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কচুগাড়ি গ্রামের জহুরুল ইসলামের একটি ছাগল বিকেলে প্রতিবেশী আবুল কাশেমের বাড়ির ওপর গেলে আবুল কাশেমের ছেলে ছাগলটির পা ভেঙে দেয়। ছাগলের এই পা ভেঙে দেওয়া নিয়ে এবং পূর্ব বিরোধের জেরে রাতে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে।
এক পর্যায়ে এই দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আবুল কাশেম, তার স্ত্রী ও ছেলে হাশেম এবং অন্য পক্ষের মারুফ ও জহুরুলসহ মোট ছয়জন আহত হন।
ইউপি সদস্য মিনহাজুল ইসলাম নান্নু গণমাধ্যমে বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমি বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করছি।’
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন গণমাধ্যমে বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।’