Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
তাড়াশে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) :
4 June 2023 , 5:27:56
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির পাশে পুকুরে ডুবে সঞ্জয় কুমার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু শিশু ওই গ্রামের বাদ্যকর পাড়ার আফাল বাদ্যকরের ছেলে।
পরিবারের বরাতে বারুহাস ইউপি চেয়ারম্যান ময়নুল হক জানান, বিনসাড়া বাদ্যকর পাড়ার একটি পুকুরে পুকুরে মাছ ধরার জন্য কিটনাশক প্রয়োগ করেন পুকুর মালিক। পরে পাড়ার লোকজনের সাথে শিশুর সঞ্জয় কুমার ওই পুকুরে মাছ ধরতে যায়। এ সময় লোকজনের অগোচরে সে পানিতে ডুবে যায়। পরে লোকজন তাকে খোজাখুজির এক পর্যায়ে দুপুরে তার ভাসমান মরদেহ দেখতে পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
তাড়াশ উপজেলা ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: মো: ওমর ফারুক জানান, শিশু সঞ্জয়কে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।