Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
তিনদিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি
নিউজ ডেস্ক
27 September 2023 , 9:52:06
তিনদিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পাবনায় এটি তার দ্বিতীয় সফর। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটে হেলিকপ্টারযোগে তিনি পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান।
এ সময় ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম আব্দুর রহিম পাকন, জেলা আ.লীগ সভাপতি রেজাউল রহিম লাল ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
পরে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন। তিনি সেখানে বিশ্রাম ও রাত্রিযাপন করবেন।
এর আগে ঢাকার তেঁজগাও হেলিপ্যাড থেকে বিকেল ৩ টা ৩০ মিনিটে রওনা হন তিনি।
তিন দিনের সফরের দ্বিতীয়দিন বৃহস্পতিবার সকালে তিনি পাবনা মেডিকেল কলেজে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। দুপুরে সাঁথিয়া উপজেলায় একটি জনসভায় ভাষণ দেবেন ও নৌকাবাইচ প্রতিযোগীতা অবলোকন করবেন।
পরদিন ২৯ সেপ্টেম্বর ঢাকায় ফেরার উদ্দেশ্য রওনা হবেন তিনি।
পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সর্বস্তরে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে।
রাষ্ট্রপতির তিন দিনের পাবনা সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই পাবনার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।