• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    পাবনা-৩ আসনে নৌকার প্রার্থী মকবুল হোসেন বিজয়ী

      সবুজ আলো ডেস্ক 7 January 2024 , 10:46:07

    আলহাজ্ব মো: মকবুল হোসেন।

    পাবনা-৩ আসনে (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী মো: মকবুল হোসেন বিজয়ী হয়েছেন। মোট ১৭৬ কেন্দ্রে নৌকার প্রার্থী মো: মকবুল হোসেন পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪৬৯ ভোট।

    আর স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুল হামিদ পেয়েছেন ১ লাখ ১৫৯ ভোট।

    অন্যান্য প্রার্থী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মীর নাসিম মোহাম্মদ ডাবলু পেয়েছেন ৭৩২ ভোট, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের আজিজুল হক পেয়েছেন ২৫১ ভোট, ন্যাশনাল পিপলস্ পার্টির মোঃ বেল্লাল মোল্লা আম প্রতীকে পেয়েছেন ৪৩০ ভোট, গণতন্ত্রী পার্টির মোঃ খায়রুল আলম কবুতর প্রতীকে পেয়েছেন ২৭৪ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) আবুল বাশার শেখ মশাল প্রতীকে পেয়েছেন ১৭৫ ভোট এবং বাংলাদেশ সুপ্রীম পার্টির মোঃ মাহবুবুর রহমান জয় চৌধুরী একতারা প্রতীকে পেয়েছেন ৪১২ ভোট।