Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
পাবনায় গরু চোর চক্রের ১৩ সদস্য গ্রেপ্তার
সবুজ আলো ডেস্ক
18 August 2023 , 9:02:16
পাবনা ও কুষ্টিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গরু চোর চক্রের প্রধান সহযোগী আব্দুর রহিম মোল্লাসহ আরও ১২ সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। এ সময় তাদের কাছ থেকে ৪টি চোরাই গরু উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৭ আগস্ট) পাবনা ও কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে র্যাব-১২ পাবনা ক্যাম্পে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন খান এ তথ্য জানান।
তৌহিদুল মবিন খান জানান, দীর্ঘদিন ধরে চক্রটি দেশের বিভিন্ন জেলায় গবাদী পশু চুরি করে আসছে। এদের মধ্যে কয়েকজন চুরির স্থান নির্ধারণ করে, কয়েকজন চোরাই গরু ট্রাকে করে এক জেলা থেকে অন্য জেলায় স্থানান্তর করে এবং অন্যরা চোরাই গরু বিক্রয়ের সাথে সম্পৃক্ত থাকে। দীর্ঘদিন ধরে আন্তঃজেলা এই চোর চক্রকে গ্রেপ্তারের উদ্দেশ্যে নজরদারীতে রাখে র্যাব। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিত্বে জানতে পারে, গরু চোর চক্রের মূল হোতা আব্দুর রহিম মোল্লার নেতৃত্বে চোরাই চক্রের বেশ কয়েকজন গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গরু চুরি করে কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখে পাবনার ঈশ্বরদীতে একটি ভাড়া বাড়িতে আত্মগোপন করে আছে। এ তথ্যে র্যাব সদস্যরা প্রথমে ঈশ্বরদী থেকে তাদের গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মোতাবেক কুষ্টিয়ার দৌলতপুর থানার মরিচা ইউনিয়নের কাশিয়ানী থেকে ৪ টি চোরাই গরু উদ্ধার করে। আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী কাশিয়ানী থেকে চুরি যাওয়া গরু ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে চুরি করা গরু হাত বদলের মাধ্যমে অন্যত্র চলে গেছে।
তিনি আরও জানান, এই গরু চুরির সাথে কয়েকটি চক্রের যোগসূত্র রয়েছে। চোরেরা অধিকাংশর বাড়ি ফরিদপুর ও রাজবাড়ীর বিভিন্ন উপজেলাতে। তারা গোপালগঞ্জ ছাড়াও আশপাশের নড়াইল, যশোর, মাগুড়া, ঝিনাইদহ, রাজবাড়ীসহ বিভিন্ন জেলা থেকে দীর্ঘদিন ধরেই প্রান্তিক খামারী ও কৃষকদের বসতবাড়ি থেকে গরু চুরি করে থাকে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর তাদের থানায় সোর্পদ করা হয়েছে।