• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    ভাইরাল কিশোর শিল্পী সুমন মারা গেছেন

      সবুজ আলো ডেস্ক 2 May 2023 , 12:01:05

    টেবিলে পয়সা ঠুকিয়ে গান গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিশোর শিল্পী সুমন শেখ (১৬) মারা গেছেন।

    সোমবার (১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ খিঁচুনি উঠলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    সুমন শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের আল-আমিন শেখের ছেলে। গান গেয়ে সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

    জানা যায়, দুপুরে নিজ বাড়িতে সুমন স্ট্রোক করলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

    সুমনের বাবা আল-আমিন শেখ জানান, ছোটবেলায় গাছ থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিল সুমন। ঐ সময় স্থানীয়ভাবে ডাক্তার দেখানো হলেও টাকার অভাবে উন্নত চিকিৎসা করা হয়নি।

    স্থানীয় ইউপি সদস্য সেরাজুল ইসলাম জানান, সুমন টেবিল বা বেঞ্চে কয়েন ঠুকে গান গেয়ে যে টাকা পেত তা দিয়ে দরিদ্র বাবার সংসারে সহযোগিতা করতো। তার অসাধারণ গানের গলা ছিল। অনেকেই তার গান শুনে আনন্দ পেতেন।